চোট নিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ডেল স্টেইন!

একে তো পর পর দুই ম্যাচে হার তার উপর লুঙ্গি এনগিদির চোট এর মধ্যে আরো বড় ধাক্কা খেল দল, হাতের চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ডেল স্টেইন (Dale Steyn)। আইপিএল-এ চোট পেয়েছিলেন তিনি। এর পর বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। প্রথম ম্যাচের আগে অধিনায়ক জানিয়েছিলেন স্টেইন (Dale Steyn) ৮০ শতাংশ ফিট, ফিরতে পারেন ভারতের বিরুদ্ধে। কিন্তু তেমনটা হল না। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচের একদিন আগেই ডেল স্টেইনের (Dale Steyn) ফেরার আশা শেষ হয়ে গেল।আইসিসির তরফে ডেল স্টেইনের (Dale Steyn) খেলতে না পারার কথা জানানো হয়েছে। তাঁকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হলেও চিকিৎসা কাজে লাগেনি। তাঁর পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছে বিউরান হেনরিকসকে। ইভেন্টের টেকনিক্যাল কমিটি অনুমতি দেওয়ার পরই পরিবর্তকে ডেকে নেওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। 
দক্ষিণ আফ্রিকার পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী ডেল স্টেইন। আইপিএল-এ মাত্র দু’টি ম্যাচই রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। পরে যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। কিন্তু দ্বিতীয়বার চোটের জায়গাতেই আবার চোট পেয়ে যান। মনে করা হয়েছিল বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন কিন্তু তেমনটা হল না।

আইসিসি এক মিডিয়া রিলিজে জানায়, ‘‘আইসিসির তরফে নিশ্চিত করা হচ্ছে আইসিসির মেনস বিশ্বকাপ ২০১৯-এর ইভেন্ট টেকনিক্যাল কমিটিডেল স্টেইনের পরিবর্ত হিসেবে বিউরান হেনরিকসকে দক্ষিণ আফ্রিকা দলে ডেকে নেওয়ার  অনুমতি দিয়েছে। বাকি সিরিজে তিনিই থাকবেন দলের সঙ্গে।”

এর পর বলা হয়, ‘‘ডেল স্টেইন হাতের চোট চিকিৎসায় তেমনভাবে সারা দেয়নি। যার ফলে তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল। তাঁর পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছে হেনরিকসকে।”
যদিও স্টেইন দ্রুত সুস্থ হওয়ার জন্য যা যা করা সম্ভব সব করেছিলেন। তাঁকে নেটেও বল করতে দেখা যায়। সোমবার দুপুরে তাঁকে দেখা যায় হাশিম আমলাকে বল করতে।  আধঘণ্টা দৌণড়তেও দেখা যায় তাঁকে। 2019 বিশ্বকাপই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ ছিল। কিন্তু চোট সেটা ভাল হতে দিল না। বর্তমান ক্রিকেটের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন ডেল স্টেইন। তাঁর শেষটা ভাল  না।
(তথ্য পিটিআই)

এখানে আপনার মন্তব্য রেখে যান