এক তো হারতে হয়েছে পাকিস্তানের কাছে। তার উপর দলের দুই সেরা প্লেয়ারকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ড (England Cricket Team) বেশ সমস্যায়। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতে না দিয়েই জয় তুলে নিয়েছিল আয়োজক দেশ। অন্যদিকে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছিল তাদের প্রথম ম্যাচে। সেখান থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দুই দল শেষ করল পুরো উল্টো ফলাফলে। ম্যাচ শেষে আইসিসির (ICC) ধারা ২.৩ ভঙ্গ করার জন্য জেসন রয় (Jason roy) ও জোফরা আর্চারকে (Jofra Archer) তাঁদের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হল। যেখানে মাঠের মধ্যে তাঁদের কিছু মন্তব্য ধরা পড়ে। জরিমানার সঙ্গে রয়ের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। ঘটনাটি ঘটে পাকিস্তানের ১৪তম ওভারে যখন রয় মিস ফিল্ডের জন্য কিছু মন্তব্য করেছিলেন যা আম্পায়ার শুনতে পান।
আর্চার ভাঙলেন আইসিসির ২.৮ ধারা। যা আম্পায়ারকে লক্ষ্য করে বা আম্পায়ারের উদ্দেশে কোনও অভিব্যক্তির জন্য দেওয়া হয়।
World Cup 2019: ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান
ঘটনাটি ঘটে পাকিস্তানের ২৭তম ওভারে। যখন আর্চার ওয়াইড ডেলিভারি করার পর খারাপ অভিব্যাক্তি দেখিয়েছিলেন। তাঁও জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
পাকিস্তানকে উদ্বুদ্ধ করতে গিয়ে ট্রোল হলেন শোয়েব আখতার
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকেও ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং তাঁর সতীর্থদের ১০ শতাংশ জরিমানা হয়েছে। স্লো ওভার রেটের জন্য এই জরিমানার মুখে পড়তে হয়েছে গোটা দলকে।
